বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল আকর্ষণ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ পুনরায় নির্মাণের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পীরা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
শনিবার (১২ এপ্রিল) রাতে প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এসব জানান।
ঢাবি উপাচার্য বলেন, একটি উদ্যোগ নেওয়া হয়েছিলো সেটিটে বাধা এসেছে। এ ধরনের কাজে বাধা আসেই ষড়যন্ত্র থেকে।
নির্মাণকাজে সকলের সহায়তা চেয়ে তিনি বলেন, মানুষের পরিশ্রম আর আল্লাহর ওপর ভরসা রেখে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাবো, শত্রুর মুখে ছাই দিয়ে। আমরা এখন একটি জাতীয় দায়িত্ব পালন করছি এবং একটাই চাওয়া সবাই আমাদের পাশে থাকুক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, এক মাস ধরে তৈরি করা প্রতিকৃতি একদিনে বানানো সম্ভব নয়। শিল্পীরা কীভাবে, কতটা করতে পারেন, তা সময়ই বলে দেবে।
এর আগে রাত সাড়ে ৯টায় চারুকলায় শোভাযাত্রার অগ্রগতি দেখতে আসেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
প্রসঙ্গত, শনিবার (১২ এপ্রিল) ভোর রাত ৪ টা ৫০ মিনিটে পহেলা বৈশাখ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অজ্ঞাতদের আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে। পাশাপাশি, ঘটনা তদন্তের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এমএ//