বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। চলতি বছরের মে মাসে সফর করবে দলটি। সূচিতে থাকছে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলটি বাংলাদেশে আসবে ২ মে। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে কক্সবাজারে।
আগামী ৬ মে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ও ১১ মে।
মাঝে দুই দিন বিরতি আগামী ১৪ মে থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ১৬ ও ১৮ মে। ম্যাচগুলো কক্সবাজার একাডেমি মাঠে শুরু হবে দুপুর দেড়টায়।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের সিরিজ সূচি
প্রথম ওয়ানডে, ৬ মে
দ্বিতীয় ওয়ানডে, ৮ মে
তৃতীয় ওয়ানডে, ১১ মে
প্রথম টি-টোয়েন্টি, ১৪ মে
দ্বিতীয় টি-টোয়েন্টি, ১৬ মে
তৃতীয় টি-টোয়েন্টি, ১৮ মে
এমএইচ//