জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অতীতে পহেলা বৈশাখের সংস্কৃতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে উৎসবের অন্তর্নিহিত অন্তর্ভুক্তিমূলক চেতনা ক্ষুণ্ন করা হয়েছিল।
সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির বৈশাখী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, ‘এবার প্রথমবারের মতো হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করছি। আশা করি, আগামী দিনগুলোতে নববর্ষ সত্যিকারের জাতীয় উৎসবে পরিণত হবে।’
তিনি আরও বলেন, রাষ্ট্রের নবায়ন হোক চাই। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। তবে রাষ্ট্র কাঠামো যদি একই থাকে তাহলে জুলাই বিপ্লব ব্যাহত হবে।
জুলাই আন্দোলন ব্যক্তির নয়, রাষ্ট্রের পরিবর্তনের জন্য জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার দেখতে চাই।
নাহিদ ইসলাম জানান, এনসিপি গণপরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক এজেন্ডা নিয়ে এগিয়ে চলেছে। ফ্যাসিবাদ নির্মূলে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াও অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।
এসি//