খেলাধুলা

বাংলাদেশি ভাই রিশাদ 'গেম চেঞ্জার', বললেন লাহোরের মালিক

স্পোর্টস ডেস্ক

ছবি: পিএসএল

পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) রিশাদ হোসেনের অভিষেকের অপেক্ষায় ছিলেন বাংলাদেশি দর্শকরা। লাহোর কালান্দার্স নিজেদের প্রথম ম্যাচে রিশাদকে একাদশে রাখেনি, ম্যাচটিও তারা পরাজিত হয়। তবে রোববার (১২) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রিশাদ খেলেছেন, ম্যাচে ৩ উইকেট নিয়ে বড় ভূমিকা রেখেছেন।

অভিষেক ম্যাচে ৩ উইকেট নিয়ে আলোচনায় বাংলাদেশের রিশাদ। লেগ স্পিনে কুপোকাত করেছেন কোয়েটার তিন ব্যাটারকে। যাদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো। এই ব্যাটার ৪ টি চার ও ছক্কায় তখন ১৮ বলে ৪৪ রান তুলে নিয়েছেন। রিশাদের বলেও ছক্কা হাঁকিয়ে বসে, তার পরের বলেই সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

এই উইকেটের পর মোহাম্মদ আমির ও আবরার আহমেদের উইকেট দুটিও তুলে নেন রিশাদ।

রিশাদের এমন পারফরম্যান্সে লাহোর ফ্র্যাঞ্চাইজির মালিক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সামিন রানা প্রশংসায় ভাসিয়েছেন। ম্যাচ শেষ হলে ড্রেসিং রুমে সামিন বলেন, আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কী বলবো...রিশাদ, আমার মনে হয় তুমি গেম চেঞ্জার (ম্যাচ ঘুরিয়ে দিয়েছে)। তুমি যেভাবে বল করলে, তা দলের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে। পাশাপাশি বুঝিয়ে দিয়েছে, এই দলের বোলিং আক্রমণ টুর্নামেন্টের সেরা।

এর আগে লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি রিশাদের পারফরম্যান্স নিয়ে বলেন, আজ (কাল) আমরা পরিকল্পনাগুলো ঠিকঠাক কাজে লাগাতে পেরেছি এবং সবাই ভালো করেছে। আমরা এমন এক বোলারকে নিতে চেয়েছি, যে মাঝের ওভারগুলোতে উইকেট এনে দিবে। এজন্য আমরা রিশাদকে নিয়েছি।‘

আগামীকাল (১৫ এপ্রিল) রাতে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে রিশাদের দল লাহোর কালান্দার্স।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন পিএসএল | রিশাদ হোসেন | লাহোর কালান্দার্স