বিনোদন

নাচ নিয়ে সমালোচনা! নেটিজেনদের মুখে ঝামা ঘষলেন মাহি

সামিরা খান মাহি ছবি: সাকিমরা খান মাহির ফেসবুক

ছোট পর্দায় বর্তমান প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।  মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি। তবে সম্প্রতি একটি নাচের ভিডিওর কারণে নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।   

গ্যালো  শুক্রবার (১১ এপ্রিল) ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্য পরিবেশনা করেছিলেন তিনি।

তবে তার পোশাক-পরিচ্ছদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বেশ সমালোচনা করেছেন।

বিভিন্ন পেজ থেকে শেয়ার করা ভিডিওটা ছড়িয়ে পড়েছে। নাসির নামে এক নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘পোশাকটা যেমন কালা বাস্তবেও কিন্তু এমন কালা ক্যামেরাম্যান হয়ত একটু এডিট মাইরা একটু চেহারাটা দেখাইছে আর কি অনেক সুন্দর লাগছে বস্তির রানীকে।’

সোশ্যাল মিডিয়ায় আরেক নেটিজনের প্রশ্ন,  ‘আচ্ছা ভাই পোশাক কি আর এই দুনিয়ায় ছিল না।’

রুশা জানাহ বুসরা নামে এক নেটিজেন লিখেছেন,  ‘পারিবারিক শিক্ষা বলে কিছু নাই এদের এসব ড্রেস পরে এদের মা-বাবা দেখলে ওর মা-বাবার লজ্জা করে না।’

এসব সমালোচনা নিয়ে বেশ  বিরক্ত অভিনেত্রী নিজে।   

অভিনেত্রী সমালোচনার জবাবে বলেছেন, ‘আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করি।

পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল তবে সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছিল, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। এমনটা করা মোটেও উচিত হয়নি।’

নেটিজেনদের সমালোচনা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে তো এটা কিছুদিন পরপরই হয়ে আসছে। এটা নিয়ে আমার আর কিছুই বলার নেই।

অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভিতরে কিছুই পরিনি।

কিন্তু তা না। নাচের কস্টিউমের ভিতরে আমি আরও দুটি জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে।’অভিনেত্রী আরও বলেন, আমি এই কস্টিউম পেয়েছি জাস্ট রিহার্সেলের সময়- তাও একদিন আগে। আর এটা পরিবর্তন করার মতো যথেষ্ট সময়ও ছিল না।’

বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। খুব অল্প দিনে শোবিজে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন।

নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম প্রতিশ্রুতিশীল সামিরা খান মাহি।

শুরুতে টিকটক তারকা ও মডেল হিসেবে নিজের যাত্রা শুরু করলেও এখন সামিরা মাহি নাটক ও ওয়েবসিরিজে অভিনয় করে নিজের একটি অবস্থান গড়ে তুলেছেন অভিনেত্রী হিসেবে।

ছোটপর্দায় তিনি এখন অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখা যাচ্ছে নানা নজরকাড়া লুকে।

সামিরা খান মাহি সোশ্যাল মিডিয়াতে খুবই একটি নামকরা তারকা হিসেবে পরিচিত ছিল।

এছাড়াও তিনি মডেলিংও করতেন।  বিভিন্ন ধরণের মডেল ইভেন্টে অংশগ্রহণ করতেন।

২০১৪ সালে  টিকটক তারকা সামিরা খান মাহি র‌্যাং আরটিভি ২০২০ কালার্স মডেল সার্চ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন।

এরপর থেকেই সামিরা খান মাহির মডেলিং ক্যারিয়ার  শুরু হয়। ধীরে ধীরে বাংলাদেশের নামকরা ব্র্যান্ড থেকে অফার পেতে শুরু করেন।

আস্তে আস্তে বাংলাদেশের বিভিন্ন ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রে ও কাজ করতে দেখা যায়।

এছাড়াও বাংলাদেশের বাইরে ভারতসহ বিভিন্ন জায়গাতেও মাহি খুবই পরিচিত।

এমআর//