বিনোদন

সামিরা খান মাহি এবার একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত

বায়ান্ন বিনোদন ডেস্ক

অভিনেত্রী সামিরা খান মাহি ছবি: সংগৃহীত

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া খান মাহি সম্প্রতি অন্য পরিচয়ে কাজ শুরু করেছেন। বেশ কয়েকবছর ধরেই নাটকের সঙ্গে তার পথচলা।

এবার অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে তাকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারের কাজেও দেখা যাচ্ছে।

সম্প্রতি শুভেচ্ছাদূত হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্যের প্রতিষ্ঠানের সঙ্গে। প্রতিষ্ঠানটি প্রথমবার বাংলাদেশে তাদের যাত্রা শুরু করছে।

কিছুদিন আগেই সিলেটে ওই পণ্যের একটি শো-রুম উদ্বোধন করে এলেন।  

এ প্রসঙ্গে গণমাধ্যমকে সামিরা খান মাহি  বলেন, ‘দীর্ঘদিন ধরেই শোবিজে কাজ করছি দর্শকের ভালোবাসা নিয়ে। এখনো নিয়মিত কাজ করছি।

আমার দর্শক-ভক্তদের বিশ্বাস নষ্ট হয় এমন কোনো কাজে কখনো যুক্ত হতে চাই না। জেনে বুঝেই এ প্রতিষ্ঠানের সঙ্গে পথচলা শুরু করেছি। আশা করি ভালো কিছুই হবে।’’

বর্তমান ব্যস্ততা নিয়ে মাহি বলেন, ‘সামনে ভালোবাসা দিবস। তাই বিশেষ কিছু নাটকের কাজ করছি। আগামীতে আরও কাজ আছে এগুলো করব।

এর বাইরে আসলে এখন মুভ করা সম্ভব হচ্ছে না। পুরোটা সময় এখন নাটকের কাজ নিয়েই ব্যস্ততা।’

বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। তার জন্ম সিলেটে।

এ মডেল ও অভিনেত্রী মিডিয়ায় কাজ শুরু করেন ২০১৪ সাল থেকে। অভিনেত্রীকে। খুব অল্প দিনে শোবিজে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন।

ক্যারিয়ারের শুরুর দিকে ‘প্রয়োজন’ ও ‘তবুও ভালোবাসি’ নাটকে তাঁর অভিনয় দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়।

চরকি অরিজিনাল ‘ওভারট্রাম্প’ সিরিজের মাধ্যমে নিজের প্রতিভার জানান দেন তিনি।

নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম প্রতিশ্রুতিশীল সামিরা খান মাহি শুরুতে টিকটক তারকা ও মডেল হিসেবে নিজের যাত্রা শুরু করেন।

তবে এখন সামিরা মাহি নাটক ও ওয়েবসিরিজে অভিনয় করে নিজের একটি অবস্থান গড়ে তুলেছেন অভিনেত্রী হিসেবে।

আবার তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখা যায় নজর কাড়া লুকে।

এছাড়াও মানবিক ও সামাজিক বিভিন্ন কাজে বরাবরই এগিয়ে আসতে দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীকে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন সামিরা খান মাহি | শুভেচ্ছাদূত