বিনোদন

মানুষের মধ্যে সহমর্মিতা ও ভালোবাসার অভাব : মাহি

বিনোদন ডেস্ক

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন। বর্তমান সমাজের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সময়ের সাথে মানুষ একেবারে বদলে গেছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা ও নেতিবাচকতা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসে মাহি জানান, আজকাল তিনি ২৪ ঘণ্টা ভয়ে থাকেন। তবে সেটি প্রাকৃতিক দুর্যোগের কারণে না, মানুষের প্রতি ভয়ের কারণে। মানুষ একে অপরকে বুঝতে না পেরে শুধু দোষ ধরতে শিখেছে, আর ভালো কিছু বললে বা করলে প্রশংসা নয়, সমালোচনা আসে।

মাহি আরও জানান, আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে কেউ কারো সুখে আনন্দিত হয় না। বরং, কারো ভালো থাকার মুহূর্ত দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার ও হিংসা।’’ তিনি বলেন, আগে যেখানে প্রতিবেশী ছিল পরিবার, সেখানে এখন দূরত্ব বেড়ে গেছে, এবং সবচেয়ে দুঃখের বিষয়, মানুষ এখন মানুষকেই ভয় পায়।

সবশেষে তিনি প্রশ্ন তুলে বলেন, আমরা যে সমাজের জন্য এত সংগ্রাম করি সেখানে মানুষের সরলতা, ভালোবাসা ও মানবিকতা কোথায় হারিয়ে গেছে?

এ পোস্টে মাহির সঙ্গে তার ভক্তরা একমত হলেও কিছু নেটিজেন হাসির প্রতিক্রিয়া জানিয়েছে। একজন মন্তব্য করেন, ‘‘কথাগুলো একদম সঠিক, কিন্তু কেন যেন কিছু মানুষ হা হা রিয়েক্ট দেয়!’’ এর উত্তরে মাহি বলেন, ‘‘কারণ তাদের জীবনটাই একটা হাহা!’’

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন #সামিরা খান মাহি