বিনোদন

নিজেকে খুঁজে নেওয়ার গল্পে বাঁধনের ফিরে আসা

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

নীরবতা কখনো কখনো কথার চেয়ে বেশি কিছু বলে। সময়ের স্রোতে একটু আড়ালে চলে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয় , এই সত্যটিই যেন নতুন করে মনে করিয়ে দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

গেলো সোমবার ১৪ এপ্রিল , ২০২৫ বাংলা নববর্ষের সকাল। চারপাশে যখন উৎসবের রঙ ,  ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট আবেগের জোয়ার বয়ে দেন বাঁধন ।  নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে লেখেন ,  তিনি হারিয়ে যাননি , তবে তিনি একটু দূরে , নিজের সঙ্গে ছিলেন।

তিনি লিখেন “ হ্যালো , পৃথিবী ! শুভ নববর্ষ ! আমি এখনো এখানেই আছি ।  এখনো মায়ের বাড়িতেই থাকি , বাবার গাড়ি চালাই ।  বাইরে জীবন সহজ ,  কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে। ”

বাঁধন অকপটে লিখেছেন ,  “ আমি আমার ভুলগুলো স্বীকার করি এবং আমার এই বেড়ে ওঠাকে সম্মান করি ।  আমার প্রতিটি সাফল্য নিজে অর্জন করেছি ।  অন্যের মন্তব্য কখনো আমাকে বিচলিত করে না ।  আমি জানি আমি কে , এমনকি আমাকে এখানে পৌঁছাতে  কত কিছু পার করতে হয়েছে।”

বাঁধন আরও লিখেন , “কোনো অনুশোচনা নেই। প্রতিটি অভিজ্ঞতা একেকটি শিক্ষা ।  প্রতিটি পদক্ষেপ একটি গল্পের অংশ ,  যা আজকের আমাকে তৈরি করেছে ।  সামনেও এই দৃঢ়তা নিয়ে এগিয়ে যাব । ”

এই কয়েকটি বাক্যে ফুটে উঠেছে তার জীবনদর্শন , আত্মসচেতনতা আর নির্জন সংগ্রামের গল্প ।  তিনি গেলো কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় অনুপস্থিত ছিলেন । 

জুলাই আন্দোলনের রাজপথে ও অনলাইনে সক্রিয় বাঁধন হঠাৎ করে নিঃশব্দ হয়ে যান ।  তার সেই নীরবতাই ছিল নিজের ভেতরের ভাঙচুরকে সামলে নেওয়ার এক অনুচ্চারিত অধ্যায়।

২০০৬ সালে ‘লাক্স সুন্দরী’ হয়ে মিডিয়ায় পা রাখা বাঁধন এখন একজন পূর্ণাঙ্গ শিল্পী ।  'রেহানা মরিয়ম নূর' এ তার অনবদ্য অভিনয় কেবল জাতীয় পর্যায়েই নয় , পৌঁছে গেছে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ।  এরপর বলিউডের বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ওয়েবফিল্মেও নিজ যোগ্যতায় জায়গা করে নিয়েছেন তিনি ।

তার এই আত্মবিশ্বাস এক নারী শিল্পীর ভেতরের দৃঢ়তাকে চিহ্নিত করে ।  একা মেয়ে মানুষ সমাজের নানা চাপে একমাত্র কন্যা সায়রা আমানি সায়রাকে নিয়ে গড়ে তুলেছেন তার নিজস্ব ভুবন।

তার ফিরে আসা শুধু একজন অভিনেত্রীর মিডিয়ায় ফেরা নয় , এ এক সাহসী নারীর নিজেকে খুঁজে পাওয়ার গল্প ।  জীবনের প্রতিটি ভাঙন , প্রতিটি ভুল , প্রতিটি পদক্ষেপকে তিনি আলিঙ্গন করেছেন ভালোবাসা আর আত্মবিশ্বাসে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন আজমেরী হক বাঁধন | ফেসবুক