এখন থেকে কোন ইসরাইলি নাগরিক মালদ্বীপে ঢুকতে পারবে না। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে মঙ্গলবার এ সংক্রান্ত একটি আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট। সংসদে আইনটি অনুমোদিত হওয়ার পরপরই তাতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ইসরাইলি সামরিক বাহিনীর বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে এই আইন চালু করা হলো।
আর প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র জানান, এই আইন তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
উল্লেখ্য, গেলো বছর ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ পরিহার করতে আহ্বান জানিয়েছিলো।
এনএস/