বিনোদন

তিন বছর পর নতুন রূপে ফিরলেন জনি ডেপ

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

হলিউডের বিখ্যাত অভিনেতা জনি ডেপ যার নাম আজও গোটা বিশ্বের সিনেমাপ্রেমীদের মুখে মুখে। অবশেষে তিনি রুপালি পর্দায় ফিরে এলেন। আর ফিরলেন এমন এক সিনেমা নিয়ে, যেটি কেবল তার অভিনয় দক্ষতাই নয়, তার ভক্তদেরও এক নতুন চমক উপহার দিতে চলেছে। দীর্ঘ সময় পর ‘ডে ড্রিংকার’ নামক সিনেমার মাধ্যমে তার প্রত্যাবর্তন সেইসব ভক্তদের জন্য এক আশার আলো।

আলোচিত বিবাহবিচ্ছেদ ও আইনি লড়াইয়ের পর যেখানে গণমাধ্যম ছিল প্রতিটি মুহূর্তই ঝড়ের মতো । তবে আবারও জনি ডেপ ফিরে এসেছেন নতুন রূপে, নতুন গল্পে। তিনি এবং সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড একে অপরের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ আনেন, যা দীর্ঘদিন ধরে নেটিজেনদের মনোযোগ কাড়ে। এই দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২০-২১ সালে জনি ডেপকে ৭০ লাখ ডলার পরিশোধ করতে হয়। এরপর প্রায় তিন বছর একেবারে অভিনয় থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। তবে এবার সেই সমস্ত বিষাদের অধ্যায় পেছনে ফেলে ডে ড্রিংকার সিনেমার মাধ্যমে ফিরে আসছেন। 

‘ডে ড্রিংকার’ থ্রিলারধর্মী এই সিনেমায় জনি ডেপকে দেখা যাবে এক ভিন্ন চরিত্রে। যেখানে তার জীবনের গল্পটি প্রেমিকাকে হারানোর বেদনা থেকে নতুন জীবন শুরু করার চেষ্টায় রূপ নেয়। কিন্তু এ নতুন জীবনে সে এক অপ্রত্যাশিত ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে, যা তাকে পুরোপুরি বদলে দেয়।

সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে । সাদা চুল ও দাড়ি-গোঁফে তাকে একদম আলাদা মনে হচ্ছে, যেন নতুন এক জনি ডেপের জন্ম হয়েছে। কোট পরা, বাঁ হাত ডেস্কে রাখা, আর ডান হাতে একটি গ্লাস এই লুকের মধ্যে এক রহস্যের ভঙ্গি লক্ষ্য করা যাচ্ছে।

স্পেনে শুটিং চললেও সিনেমাটির প্রযোজনা করেছে লায়নগেট এবং পরিচালনা করেছেন মার্ক ওয়েব। যিনি ৫০০ ডেজ অব সামার এবং স্নো হোয়াইটের মতো দর্শকপ্রিয় সিনেমা পরিচালনা করেছেন। 

অবশ্য জনি ডেপের সঙ্গে সিনেমাতে আরেক জনপ্রিয় মুখ পেনেলোপে ক্রুজও রয়েছে। যার উপস্থিতি সিনেমাটির আবেদন আরও বাড়িয়ে দিয়েছে । সিনেমাটির পরিচালক যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়েবকে বলেন ,"জনি ডেপ ও পেনেলোপে ক্রুজের মতো অসাধারণ অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ শুরু করতে পেরে আমি সত্যিই আনন্দিত। একসাথে একটি শক্তিশালী ইউনিট নিয়ে আমরা একটি রোমাঞ্চকর গল্প তুলে ধরছি, যা দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলবে।"

২০১৬ সালে অ্যাম্বার হার্ড এর কাছ থেকে বিচ্ছেদের আবেদনের পর থেকেই জনি ডেপের জীবনে নানা ঝড় ওঠে। এই ঘটনার প্রভাব পড়ে তার ক্যারিয়ারে এবং প্রায় তিন বছর তিনি নতুন সিনেমায় কাজ করেননি। তবে সেই দুঃসময়ের পর জনি ডেপ এবার আবারও অভিনয় জগতে ফিরছেন এবং দর্শকদের কাছে সেই পুরনো চমক ফিরে আনছেন। 

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এর সেই অদ্বিতীয় জ্যাক স্প্যারো চরিত্রের কারণে বহুদিন ধরে জনি ডেপের জনপ্রিয়তা রয়ে গেছে অমলিন। আজও অনেকে মনে করেন তার খ্যাতি শুধুমাত্র অভিনয় দক্ষতার কারণে নয় বরং, তার অভিনয়ের মধ্যে থাকা অদ্ভুত প্রভাব, আকর্ষণ এবং অভিনয় কৌশলের কারণেই তিনি হলিউডের অন্যতম অনন্য এক তারকা।

এবার তার নতুন চলচ্চিত্রে দর্শকরা এক নায়ককে দেখতে পাবেন, যিনি সময়ের সাথে নিজেকে বদলে ফেলেছেন। আর সেই নতুন জনি ডেপ এত বছর পর তার ভক্তদের মধ্যে আবারও আগ্রহ ও উত্তেজনা সৃষ্টি করেছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন হলিউড | জনি ডেপ