বিনোদন

বাড়ি থেকে অভিনেত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজ বাসা থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ২৫ বছর বয়সী অভিনেত্রী ইমানি দিয়া স্মিথকে উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ইমানিকে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। এ ঘটনায় তার প্রেমিক জর্ডান ডি জ্যাকসনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

ইমানি দিয়া স্মিথ ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। জনপ্রিয় চলচ্চিত্র দ্য লায়ন কিং-এ ‘ইয়াং নালা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। তার অকাল মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

ইমানি বাবা-মা, দুই ভাইবোন এবং তিন বছর বয়সী একটি সন্তান রেখে গেছেন। ইমানির মৃত্যুতে অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন। হঠাৎ এই মর্মান্তিক বিদায়ে বিনোদন অঙ্গনজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হলিউডে #মর্মান্তিক ঘটনা #যুক্তরাষ্ট্রের নিউ জার্সি #অভিনেত্রী ইমানি দিয়া #মরদেহ উদ্ধার