গাজায় ৪৫ দিনের যুদ্ধবন্ধে হামাসকে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরাইল। তবে এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।
ফিলিস্তিনের এক শীর্ষ কর্মকর্তার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, প্রস্তাবিত চুক্তিতে হামাস যোদ্ধাদের স্থায়ীভাবে অস্ত্র সমর্পণের শর্ত থাকায় প্রস্তাবটি নাকচ করে সংগঠনটি।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, নতুন প্রস্তাবে হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণের দাবি জানানো হয়েছে। এছাড়া, ইসরাইলি বাহিনী গাজায় তাদের পূর্বের অবস্থানে ফিরে যাবে এবং ফিলিস্তিনিদের জন্য গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী নেতজারিম করিডোর পার হওয়ার অনুমতি দেওয়া হবে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, হামাস মনে করে যেকোনো চুক্তি হওয়া উচিত গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে। হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণ যুদ্ধবিরতির বিষয় নয়। প্রস্তাবিত চুক্তির আওতায় জীবিত জিম্মিদের অর্ধেক মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল।
এমএ//