দেশজুড়ে

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়ন করা হচ্ছে: মৎস্য উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি

ছবি: বায়ান্ন টিভি

কক্সবাজারে মাছ অবতরণ পরবর্তী পর্যায়ে সুষ্ঠু সংরক্ষণ, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণের ঘাটতির কারণে আহরণোত্তর অপচয় ২০ থেকে ২৫ শতাংশে দাঁড়িয়েছে অপচয় রোধে স্থানীয় মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজারকে আধুনিক ও আকর্ষণীয় করে গড়ে তোলা হচ্ছে। বলেছেন, অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।  

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শহরের নুনিয়ারছড়ায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার ‘‘ফিশ ল্যান্ডিং সেন্টার’ আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, নির্মাণ কাজ শেষ হলে এটি হবে জেলার একমাত্র স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মৎস্য অবতরণ কেন্দ্র।

স্বাস্থ্যসম্মত উপায়ে সামুদ্রিক মাছে অবতরণ, অপচয় হ্রাস ও মৎস্য বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের সহযোগিতা জোরদার করতে এই মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি বাজার স্থাপন করা হচ্ছে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় ২৩২ কোটি টাকা ব্যয়ে বাঁকখালী নদীর পশ্চিম তীরে ৩ দশমিক ৭০ একর জমিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর কাজ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।

এসময় অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শুনছি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রউফ প্রমুখ।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন কক্সবাজার | মৎস্য উপদেষ্টা