বাংলাদেশ কোচ ফিল সিমন্সের ৬২তম জন্মদিন কাটছে বাংলাদেশেই। আজ, শুক্রবার (১৮ এপ্রিল) সিমন্সের জন্মদিন। এদিন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। জন্মদিনের দিন হাসতে হাসতে সিমন্সের চাওয়া, বাংলাদেশ ম্যাচটা জিতুক।
সিমন্স বলেন, ‘জন্মদিনের উপহার চাই না। তবে তারা যদি দিতে চায়, প্রথম টেস্ট জিতলে ভালো একটা উপহার হবে এটা।’
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে হোয়াইটওয়াশ প্রসঙ্গ এলে সিমন্স বলেন, ‘আমি হোয়াইটওয়াশের ব্যাপারে জানি না। একবারে একটি পদক্ষেপ নেওয়ার পক্ষে আমি। এখানে প্রথম টেস্ট হবে। এটি জিতলে আমরা পরের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করব, সিরিজ জেতার কথা আলোচনা করব। প্রথম টেস্ট জেতার জন্য আমাদের প্রথম দিন জিততে হবে। আমি এভাবেই ভাবতে পছন্দ করি। এখনই চট্টগ্রাম নিয়ে ভাবতে পারব না। আপাতত সিলেট টেস্টে মনোযোগ দিতে হবে।’
সিরিজের প্রথম ম্যাচটি সিলেটে হওয়ার পর আগামী ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
এমএইচ//