দেশজুড়ে

কক্সবাজার-মহেশখালী নৌপথে সী-ট্রাক চলাচল শুরু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার মহেশখালী নৌপথে প্রথমবারের মতো সি-ট্রাক সার্ভিস চলাচল শুরু হয়েছে।

 শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষামূলকভাবে এই সী ট্রাক চালু করা হয়। বিআইডব্লিউটিএ'র পরিচালক প্রশাসন একেএম আরিফ উদ্দিন বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের রুটে ১০ কি.মি সমুদ্র পথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘকালের। গেল ৫ আগস্টের পর ছাত্র-জনতার দাবিতে এই সী ট্রাক চালু করা হয়েছে।

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, প্রথম বারের মতো যাত্রী নিয়ে সী-ট্রাক ভিড়েছে মহেশখালী জেটি ঘাটে। স্থাপন করা হয়েছে পল্টুন। মহেশখালীর মানুষের উচ্ছ্বাস দেখে ভীষণ ভালো লাগছে। জনগণের দুর্ভোগ লাগব করতে আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসবো

বিআইডব্লিউটিএ'র পরিচালক প্রশাসন একেএম আরিফ উদ্দিন বলেন, আজ থেকে কক্সবাজার মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সী ট্রাক চালু হয়েছে। পরে অনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।

 

আই/এ