পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে এবং কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সারা দেশে মিছিল করেছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি কাফন মিছিল বের হয়।
কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বের হওয়া মিছিলটি তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের রোড ও সাতরাস্তা হয়ে কলেজের দক্ষিণ গেটে অবস্থান নেয়।
ছয় দফা দাবিতে গত বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সেদিন রাতে সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান জানানো হয়।
এরপর, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। তবে বৈঠক শেষে সন্তুষ্ট হতে পারেননি তারা, ফলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এমএইচ//