পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা বৈঠক কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে। ইতালির রাজধানী রোমে থাকা ওমানি দূতাবাসে শনিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১ টা (বাংলাদেশ সময় দুপুর ৩ টায়) এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠক চলবে প্রায় ৫ ঘণ্টা।
ইরানের পক্ষে নেতৃত্ব দিবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি ও যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
গেলো শনিবার ওমানের রাজধানী মাস্কটে তেহরান-ওয়াশিংটনের মধ্যে প্রথম দফা বৈঠক হয়। ওমানের মধ্যস্থতায় হওয়া ওই বৈঠক সফল হয়েছে বলে জানায় দুই পক্ষ।
এনএস/