আন্তর্জাতিক

ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

ইস্টার সানডে উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যা স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) থেকে আগামী সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত চলবে।

শনিবার (১৯ এপ্রিল) রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে।

যুদ্ধবিরতি চলাকালীন ইউক্রেনে সবধরনের হামলা বন্ধ রাখবে রুশ সেনারা। ক্রেমলিন জানিয়েছে, তাদের প্রত্যাশা ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং ইস্টারের সময়টায় হামলা থেকে বিরত থাকবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, পুতিন নিশ্চিত করেছেন এই সময়টায় তিনি তার সেনাদের সব ধরনের হামলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। তবে ইউক্রেন যদি কোনো ধরনের উস্কানি দেয় অথবা যুদ্ধবিরতি ভঙ্গ করে তাহলে তার সেনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।

ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, মানবিক দিক থেকে, আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার-সোমবার পর্যন্ত রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছে। আমি নির্দেশ দিয়েছি এই সময়টায় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে।  

রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা আশা করি ইউক্রেনীয়রা আমাদের এই ঘোষণাতে সম্মত হবে। একই সময়ে, যুদ্ধবিরতির যে কোনো ধরনের লঙ্ঘন অথবা শত্রুদের যে কোনো ধরনের উস্কানি প্রতিরোধে আমাদের সেনাদের প্রস্তুত থাকতে হবে।‘

২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান রয়েছে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ভ্লাদিমির পুতিন | রাশিয়া | ইউক্রেন | যুদ্ধবিরতি