খেলাধুলা

দুশ্চিন্তার পাহাড় সরিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: আইসিসি

দুশ্চিন্তাতেই ছিল বাংলাদেশ। তবে সব শঙ্কা কাটিয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতিরা

নেট রান রেটে থাইল্যান্ডকে হারিয়ে ১০ কিংবা ১১ ওভারের মধ্যেই জিততে হতো ওয়েস্ট ইন্ডিজকে। থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্যমাত্রা ১০ ওভারে টপকে গেলে উইন্ডিজরা যেত বিশ্বকাপে। কিন্তু ম্যাচটি তারা জিতেছে ১০ ওভার ৫ বলে ১৬৮ রান করে।

১১তম ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এভাবে জিতলেও হতো, যদি তারা ম্যাচটি প্রথমে টাই করতে পারতো। অন্যদিকে ১০ ওভার ৪ বলে জিতলেও চলতো যদি তারা চার মেরে জিততে পারতো।

শেষপর্যন্ত বাংলাদেশের নেট রান রেট +০.৬৩৯, ওয়েস্ট ইন্ডিজের ‍+০.৬২৬ এসে থেমেছে।

থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্যমাত্রা পেরোতে খুব সামান্যই সময় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দশ ওভারের মধ্যে জিতলেই বাংলাদেশ নয়, উইন্ডিজরা খেলতো বিশ্বকাপ। কিন্তু ১০ ওভার ৫ বলে জিতেছে দলটি। অবশ্য সুযোগ ছিল ১১ ওভারের মধ্যেও। সেক্ষেত্রে ম্যাচ টাই হওয়ার পর চার বা ছক্কা হাঁকানোর সমীকরণ ছিল তাদের সামনে। তবে এর কোনোটি পূরণ করতে পারেনি ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস ২৯ বলে ৭০ রান করেছেন। এছাড়াও কিয়ানা জোসেফ ২৬ (১২) ও চিনেলে হেনরি ৪৮ (১৭) রান করেছেন।

এমএইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ নারী দল | বিশ্বকাপ