আন্তর্জাতিক

দিনাজপুরে হিন্দু নেতার মরদেহ উদ্ধার, যা বলছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের দিনাজপুরে হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শনিবার (১৯ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই প্রতিক্রিয়া জানান।    

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়কে অপহরণ ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। 

পোস্টে তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক ও পদ্ধতিগত নির্যাতনের একটি অংশ, যেখানে আগের এমন ঘটনার অপরাধীরাও শাস্তি না পেয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আমরা এই ঘটনার নিন্দা জানায় ও আবারও স্মরণ করিয়ে দিতে চায়, কোন ধরনের অজুহাত তৈরি ও বৈষম্য ছাড়াই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুসহ সব সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব পূরণ করবে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল দিনাজপুরের বাসুদেবপুর গ্রামে ৫৮ বছর বয়সী ভবেশ চন্দ্র রায়ের লাশ উদ্ধার করা হয়।  

এনএস/ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | হিন্দু নেতা | দিনাজপুর