খেলাধুলা

জিম্বাবুয়ের চার উইকেট নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতি চলছে। জিম্বাবুয়ে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান নিয়ে প্রথম সেশন শেষ করেছে। বাংলাদেশের পক্ষে বল হাতে একাই ৩ উইকেট নিয়েছেন নাহিদ রানা। বাকি ১ টি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে প্রথম দিন শেষ করে বিনা উইকেটে ৬৭ রান সংগ্রহ করে। এরপর আজ দিনের শুরুতেই নাহিদ রানা জোড়া আঘাত হানেন। ফেরান দুই ওপেনার বেন কারান ও ব্রায়ান বেনেটকে। কারান ১৮ রানে, বেনেট ৫৭ রানে ফিরেছেন। বেনেটকে ফেরানোর পরের ওভারে নিক ওলেচ এর উইকেট নেন হাসান মাহমুদ।

এরমধ্যে দলীয় শতক পূরণ করে নেয় জিম্বাবুয়ে। মধ্যাহ্ন বিরতি দেওয়ার আগে নাহিদের ঝুলিতে যায় আরও একটি উইকেট। দলীয় অধিনায়ক ক্রেইগ আরভিন গ্লাভসবন্দি হন জাকের আলীর।

নাহিদ ও হাসান উইকেট ভাগ করে নিলেও, এখনো উইকেটবিহীন আছেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। তাইজুল ইসলামকে এখনো বল তুলে দেননি অধিনায়ক।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | জিম্বাবুয়ে | নাহিদ রানা | সিলেট টেস্ট