দিনের শেষ ভাগে এসে ২৭৩ রানে অলআউট হলো জিম্বাবুয়ে। এতে লিড দাঁড়িয়েছে ৮২ রান। বাংলাদেশ দলকে লক্ষ্যমাত্রা দিতে এই লিড ভেঙে এগোতে হবে, কিছুক্ষণের মধ্যেই তারা ব্যাটিংয়ে নামবে।
জিম্বাবুইয়ান ব্যাটার রিচার্ড নাগারভা শেষদিকে এসে দারুণ ব্যাটিং করেন। ২৮ (৪৪) রানে ছিলেন অপরাজিত। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেছেন শন উইলিয়ামস। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেছেন ওপেনার ব্রায়ান বেনেট।
এছাড়াও ন্যাশা মায়াভো ৩৫, ওয়েসলি মাধেভিয়ার ২৪ রান করেছেন।
বাংলাদেশের পক্ষে বল হাতে মেহেদী হাসান মিরাজ একাই ৫ উইকেট শিকার করেছেন। এছাড়াও নাহিদ রানা ৩ টি, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ নিয়েছেন ১ টি করে।
এমএইচ//