খেলাধুলা

মোহামেডানের জয়ে আবাহনীর সঙ্গে এবার অলিখিত ফাইনাল

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে মোহামেডান। সুপার লিগের এই ম্যাচে যদি মোহামেডান হেরে যেত, তবে নিশ্চিতভাবেই শিরোপা জিতে নিত আবাহনী। তবে গাজী গ্রুপের বিপক্ষে জিতে যাওয়ায় আবাহনীর সঙ্গে অলিখিত ফাইনাল খেলবে মোহামেডান।

আজকের ম্যাচের শেষদিকে বেশ নাটকীয়তার জন্ম নেয়। শেষ ওভারে মোহামেডানের জিততে প্রয়োজন ছিল ১২ রান। মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ ক্রিজে ছিলেন। প্রথম চার বল থেকে ৫ রান নেয় দুইজন। এরপর পঞ্চম বলে নাসুম আহমেদ হাঁকান বিশাল এক ছক্কা। শেষ বলে এক রান নিয়ে ম্যাচটি জিতে মাঠ ছাড়ে মোহামেডান।

টস জিতে ব্যাট করতে নেমে গাজী গ্রু ৪৯ .৪ ওভারে ২৩৬ রান করে অলআউট হয়। ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেন মুনিম শাহরিয়ার। সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান মোহামেডানের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন।

লক্ষ্য তাড়া করতে গিয়ে মাহমুদউল্লাহ খেলেন ৪৯, তাওহীদ হৃদয় খেলেন ৩৭ রানের ইনিংস। এছাড়াও সাইফউদ্দিন ৩০ ও নাসুম ২১ রানে অপরাজিত ছিলেন।

সুপার লিগের শেষ রাউন্ডে আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) মাঠে নামবে আবাহনী ও মোহামেডান। এই ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালের মতোই। ম্যাচটিতে যারা জিতবে তারাই নিশ্চিত করবে ডিপিএলের শিরোপা।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকা প্রিমিয়ার লিগ | আবাহনী | মোহামেডান