বাংলাদেশ ক্রিকেটে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞার রেশ থামছেই না। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে নিজের আউট নিয়ে অসন্তুষ্টটি দেখানোর কারণে আবারও শাস্তি পেয়েছেন তিনি। হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা ও ১ টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। তার নামের পাশে মোট ৮ টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। এতে আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) আবাহনীর বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না তিনি।
শনিবার (১৬ এপ্রিল) ডিপিএলে মুখোমুখি হয় মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই ম্যাচে ৫৪ বলে ৩৭ রানের ইনিংস খেলেন হৃদয়। ক্যাচ দিয়ে আউট হওয়ার পর ক্রিজে দাঁড়িয়ে কিছুটা অসন্তুষ্টি দেখান তিনি।
আগের ৭ ডিমেরিট পয়েন্টের সঙ্গে একটি ডিমেরিট যোগ হয়ে ৮ টি ডিমেরিট এখন হৃদয়ের নামে। এই হিসেবে তিনি ৪ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমে বলেন, 'আজ আউট হওয়ার পরে প্রতিক্রিয়া দেখানোয় নূন্যতম লেভেল ওয়ান অপরাধ। আরও এক হলে ওর আট ডিমেরিট পয়েন্ট হয়ে যায়। এটা হলে চারটা ম্যাচ সে নিষিদ্ধ হবে। আবাহনীর ম্যাচ সহ চারটা ম্যাচ সে খেলতে পারবে না নিয়ম অনুযায়ী।'
হৃদয়ের শাস্তি ও ম্যাচ নিষিদ্ধ করা নিয়ে সম্প্রতি নানা নাটকীয়তা হয়েছে। এমনকি তার এক ম্যাচের নিষেধাজ্ঞা ডিপিএলের পরের মৌসুমে কার্যকর করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
এমএইচ//