ইরানের বন্দর আব্বাস পোর্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৫ শতাধিক । ইরানের সরকারি গণমাধ্যম ও জরুরি সেবার বরাতে এসব তথ্য জানা গেছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে ইরানের গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস পোর্টে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইরানের জরুরি সেবার প্রধান ৪ জন নিহতের খবর নিশ্চিত করেছেন। জরুরি সেবার একজন মুখপাত্র কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন আহত ৫১৬ জন।
ইরানের মেহের নিউজ এজেন্সি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, বন্দরের একটি গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে হেলিকপ্টারগুলো আগুন নেভানোর চেষ্টা করছে।
বিস্ফোরণে আশপাশের অনেক অবকাঠামোর ক্ষতি হয়েছে, সেখানে থাকা আহতদের উদ্ধারে কাজ চলছে। স্থানীয় হাসপাতালগুলোতে আহত ও তাদের স্বজনদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে।
এমএইচ//