জাতীয়

দক্ষিণের ২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়

ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের ২১ জেলা বিকেল থেকে বিদ্যুৎহীন অবস্থায় ছিলো প্রায় দেড় ঘণ্টা পর বিভিন্ন জেলায় ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৮ মিনিট থেকে দক্ষিণের এ জেলাগুলোতে বিদ্যুৎসরবরাহ বন্ধ হয়ে যায়। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপালগঞ্জ- আমিনবাজার  গ্রিডে সমস্যা হওয়ায় এই ব্ল্যাক আউট হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে। সমস্যার সমাধান হতে আরও কিছু সময় লাগবে।

 

ওজোপাডিকোর এনার্জি, সিস্টেম কন্ট্রোল অ্যান্ড সার্ভিসেস দপ্তরের প্রধান প্রকৌশলী মো. রোকনউজ্জামান বায়ান্ন টিভিকে বলেন, আজকের ন্যাশনাল গ্রিডের সমস্যার কারণে তাদের অধীনে থাকা সব জেলাতেই বিদ্যুৎ বিতরণে কমবেশি সমস্যা হয়েছে।

ওজোপাডিকোর কর্মকর্তারা জানান, গোপালগঞ্জের আমিন বাজার ন্যাশনাল গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিদ্যুৎসরবরাহ আরও নির্ভরযোগ্য হয়েছে। এটি রামপাল ও পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের একটি গুরুত্বপূর্ণ সঞ্চালনকেন্দ্র। গরমের কারণে হঠাৎ করে লোড বেড়ে যাওয়ায় এ সমস্যা হয়েছে বলে তারা ধারণা করছেন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ২১ জেলা | বিদ্যুৎ বিপর্যয়