নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দলে যুক্ত করা হয়েছে শরিফুল ইসলামকে। তিনি এই সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলে ফেরার জন্য নিজেকে আবারও উপযুক্ত করে তুলতে পারেন। শরিফুল ছাড়াও ১৫ সদস্যের এই দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমানকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত এই দল সাজানো হয়েছে জাতীয় দলের অভিজ্ঞতা আছে এমন ক্রিকেটারদের নিয়েই। ১৫ সদস্যের মধ্যে ১৪ জন ক্রিকেটার আছেন, যারা লাল-সবুজের জার্সি গায়ে খেলেছেন। আর বাকি একজন পেসার রেজাউর রহমান রাজা জাতীয় দলে ডাক পেলেও, এখনো খেলেননি।
মোস্তাফিজকে দলে নেওয়াটা বড় চমক হিসেবে দেখা হচ্ছে। জাতীয় দল পাকিস্তান সফরে যাওয়ার আগে মোস্তাফিজ খেলবেন ম্যাচ দুইটি। তিনি ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
শরিফুল আবারও দলে ফেরার সুযোগ কাজে লাগাতে পারেন। চ্যাম্পিয়নস ট্রফি শেষে জাতীয় দল থেকে বাদ পড়েন এই বাঁহাতি পেসার। ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১৩ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছেন তিনি।
তিন ওয়ানডে ও দুইটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। আগামী ৫, ৭ ও ১০ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, শামীম হোসেন, তানভির ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা।
এমএইচ//