বিদ্যুৎ ত্রুটির কারণে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রোরেলের চলাচল।
শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ১০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। যা য় সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে চালু হয় বলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন।
এর আগে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, বিজয় সরণি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচলের লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে পুরো পথেই মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে সন্ধ্যা ছয়টার দিকে ডিএমটিসিএল কর্মকর্তারা জানান, বিজয় সরণি সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহ কেন বন্ধ হয়ে গেছে তা দেখতে কর্মকর্তারা সেখানে গেছেন। স্বচক্ষে দেখার জন্য কর্মকর্তাদের সড়ক পথে উত্তরা ডিপো থেকে আসতে হয়। এ জন্যই কিছুটা সময় লাগছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আই/এ