খেলাধুলা

দশ জনের মোহামেডান রুখে দিল আবাহনীকে

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুখোমুখি হয়েছিল আবাহনী ও মোহামেডান। ঐতিহ্যবাহী এই দুই দলের খেলাটি গোলশুন্য ড্র হয়েছে। খেলা মাঝপথে বন্ধ হয়ে ছিল দর্শকদের ঘটনায়।

শনিবার (২৬ এপ্রিল)  কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠে নামে দুই দল।

কুমিল্লার স্টেডিয়ামটিতে ছিল ঠাসা দর্শক। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের খেলা দেখতে মুখিয়ে ছিল। ম্যাচটিতে গোল না হলেও হয়েছে নানা ঘটনা। খেলা যখন ৪১ মিনিটে তখন ফাউলের অপরাধে লাল কার্ড দেখে মাঠে ছেড়েছেন মোহামেডান ডিফেন্ডার মাহবুব আলম।

এই ঘটনার পর দর্শকরা বেশ উত্তেজিত হয়ে পড়েন। কিছুক্ষণ পর মাঠে স্মোক ফ্লেয়ার দেখতে পাওয়া যায়। ধোঁয়ার মধ্যে খেলা ৩-৪ মিনিটের মতো বন্ধ ছিল। এরপর প্রথমার্ধের ইনজুরি-টাইম ৫ মিনিটে দেওয়ার পর, দর্শকদের মধ্যে তৈরি হয় উত্তেজনা। মোহামেডান ম্যানেজমেন্ট চেষ্টা করছিলেন দর্শকদের শান্ত করতে।

দ্বিতীয়ার্ধে ১০ জনের দল মোহামেডান আপ্রাণ চেষ্টা করে ম্যাচে টিকে থাকতে। তারা সেই চেষ্টায় সফল হয়েছেন। রক্ষণ টিকিয়ে রেখে বাকি খেলা খেলে যাচ্ছিলেন তারা। আবাহনীর কাছ থেকে কিছু সহজ সুযোগ মিস হয়েছে।  

শেষপর্যন্ত গোলশূন্য ড্র ম্যাচ থেকে মোহামেডানের প্রাপ্তি ১ পয়েন্ট, আবাহনীরও তাই। মোট ১২ ম্যাচ খেলে মোহামেডান ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। অন্যদিকে আবাহনী সমানসংখ্যাক ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন আবাহনী | মোহামেডান | বাংলাদেশ প্রিমিয়ার লিগ