বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন ক্রিকেটাররা। এর জেরে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। এতে করে দিনের দ্বিতীয় ম্যাচ নিয়েও অনিশ্চয়তা তৈরি হলে বোর্ড জানিয়েছে এই ম্যাচেও খেলোয়াড়রা বয়কট করলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হতে পারে এবারের আসর।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্বের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে ম্যাচ শুরুর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দুই দলের ক্রিকেটাররা মাঠে না নামায় খেলা শুরু করা সম্ভব হয়নি।
এদিকে সন্ধ্যা ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার কথা সিলেট টাইটানসের। তবে এই ম্যাচেও খেলোয়াড়রা বয়কট করলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হতে পারে বলে জানা গেছে।
এসএইচ//