রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর পরিচয়পত্র জমা দেন।
এ সময় রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পারস্পরিক উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গভীর, বহুমাত্রিক ও ফলপ্রসূ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানান ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, গেল ৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ গ্রহণ করেন তিনি। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদবিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস তাকে শপথবাক্য পাঠ করান। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত এই রাষ্ট্রদূত ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসএইচ//