আন্তর্জাতিক

ইরানে রাসায়নিক বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত আরও ৮০০

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

ইরানের আব্বাস পোর্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৮০০ জন। শনিবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসি

ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি জানিয়েছেন, শহিদ রাজয়িতে কন্টেইনারে রাসায়নিক পদার্থ ও তরলের দুর্বল মজুদের কারণে এই  বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

তিনি জানান,আগেই সংকট ব্যবস্থাপনার মহাপরিচালক পরিদর্শনের সময় এই বন্দরকে সতর্ক করেছিলেন এবং বিপদের শঙ্কা তুলে ধরেছিলেন।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে আশপাশের অনেক অবকাঠামোর ক্ষতি হয়েছে, সেখানে থাকা আহতদের উদ্ধারে কাজ চলছে। স্থানীয় হাসপাতালগুলোতে আহত ও তাদের স্বজনদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে।

এছাড়া ঘটনাস্থল থেকে ৫০ কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের প্রভাব অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় ইরানের মেহের নিউজ এজেন্সি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, বন্দরের একটি গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে হেলিকপ্টারগুলো আগুন নেভানোর চেষ্টা করছে।

বার্তাসংস্থা ইরনার তথ্য অনুযায়ী, ইরানের সবচেয়ে বড় এবং উন্নত কনটেইনার বন্দর হিসেবে স্বীকৃত শহীদ রাজয়ি বন্দরটি। দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাস শহরের ২৩ কিলোমিটার পশ্চিমে ও হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত এই কনটেইনার বন্দর। বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহণ করা হয় এ প্রণালি দিয়ে।

এদিকে, ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থলে পাঠিয়েছেন তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ইরান | বিস্ফোরণ