দেশজুড়ে

অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে বাড়ির মালিকসহ গ্রেপ্তার ৫

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার অপরাধে খদ্দের ও বাড়ির মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বোদা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন,বাড়ির মালিক   দুলাল রায় (৬৫),তার স্ত্রী মতি বাসন্তী রানী(৬০),তার দুই ছেলে  ভাগ্য রায়(২৩) ও  সাগর রায়(২১) এবং  খদ্দের  মোঃ রাজিব ইসলাম হৃদয় ওরফে রায়হান(২৮)। এ সময় পুলিশ অসামাজিক কাজে লিপ্ত নাবালিকা (১৪) কে তার অভিভাবকের নিকট হস্তান্তর করেন।

রোববার (২৭ এপ্রিল) বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুলাল রায়ের বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড  পরিচালিত হয়ে আসছিল। শনিবার রাতে ওই বাড়িতে অসামাজিক কর্মকাণ্ড  পরিচালিত হচ্ছে এমন খবরের ভিত্তিতে গ্রামবাসীরা দুলাল রায়ের বাড়ি ঘেরাও করে খদ্দেরসহ  বাড়ির মালিক কে আটক করে পুলিশকে খবর দেয়।

(ওসি) মো. আজিম উদ্দিন জানান, খবর পেয়ে  বোদা থানা পুলিশ সেখান থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। বোদা থানায় কর্মরত পিএসআই বিধান চন্দ্র রায় এর নেতৃত্বে বোদা থানা পুলিশের একটি টিম এই অভিযানে অংশ নেয়। পরে পিএসআই বিধান চন্দ্র রায় বাদী হয়ে আটকৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন,২০১২ এর ১২(১)/১৩ ধারায় মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদেরকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন বোদা | অসামাজিক কর্মকাণ্ড