খেলাধুলা

শিরোপার স্বাদ আর উৎসবের রঙে লাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক

ছবি: ফিল নবেল, রয়টার্স

লিভারপুলের শিরোপা উৎসবের এমন দিন এলো বহু বছর পর। প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডের মাটিতে ২০তম লিগ শিরোপা জিতেছে ক্লাবটি। রোববার (২৮ এপ্রিল) রাতে টটেনহামকে ৫-১ গোলে পরাজিত করে উৎসবে মাতে অল রেডরা। ম্যাচটিতে কেবল ড্র করলেই নিশ্চিত হতো তাদের লিগ টাইটেল।

লিভারপুল এর আগে ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগ জিতলেও উদযাপনের সুযোগ হয়নি। মহামরি করোনার কারণে ঘরে বসেই তাই যতটুকু আনন্দ করার তা সেরে নিয়েছে তারা। সেবার ৩০ বছর পর প্রিমিয়ার লিগ জেতার স্বাদ পেয়েছিল লিভারপুল। ক্লাবটি শিরোপা জিতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে এবার উৎসব করছে ৩৫ বছর পর।  

সবশেষে ১৯৯০ সালে ১৮তম লিগ শিরোয়া জিতে লিভারপুল সমর্থকরা ক্লাবের সাথে আনন্দ করার সুযোগ পেয়েছেন। সেই মুহূর্ত আবারও ছুঁয়ে দেখার সৌভাগ্য হলো বর্তমান লিভারপুল সমর্থকদের।

অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে ড্র করলেই যেখানে চলতো, সেখানে ৫ গোল দিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। মোট ৩৪ ম্যাচ জিতে লিভারপুলের পয়েন্ট ৮২ আর সমান ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট ৬৭।

টটেনহামের বিপক্ষে ম্যাচের ১২ মিনিটেই পিছিয়ে পড়েছিল লিভারপুল। কর্নার থেকে আসা বলে হেডে গোল করে ডমিনিক সোলাঙ্কি। এর মিনিট চার পর থেকেই টটেনহামের জালে একে একে গোল দিয়েছেন লুইস দিয়াজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, কোডি গাকপো, মোহাম্মদ সালাহ। সর্বশেষ গোলটি ছিল আত্মঘাতী।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন লিভারপুল | প্রিমিয়ার লিগ | শিরোপা | চ্যাম্পিয়ন