বিনোদন

কোয়েল মল্লিক কোন ক্লাসে প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলেন

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

সোমবার (২৮ এপ্রিল) নিজের জীবনের আরও এক বসন্ত কাটিয়ে ফেললেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।  ৪৩ বছর পূর্ণ হয়েছে তার, আর এই বিশেষ দিনে তার জীবনের নানা দিক নিয়ে সকলেরই নতুন করে জানার আগ্রহ উঠে আসে।  ‘টলি কুইন’ হিসেবে পরিচিত কোয়েল মল্লিকের জন্মদিনে চলুন জেনে নেয়া যাক তার জীবন ও ক্যারিয়ার সম্পর্কে কিছু অজানা তথ্য।

প্রিয় তারকাদের স্কুল , পড়াশোনা ও ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই মানুষের আগ্রহ থাকে , আর কোয়েলও তার ব্যতিক্রম নন।  অভিনয়ের পাশাপাশি তিনি একটি শৃঙ্খলাবদ্ধ পরিবেশে বড় হয়েছেন।  কোয়েল মল্লিক কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লস থেকে তার প্রাথমিক পড়াশোনা শেষ করেন।  এরপর তিনি গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং মনোবিজ্ঞানে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেন।

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক এবং তার স্ত্রী দীপা মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক।  কলকাতার ভবানীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মল্লিক বাড়ির সন্তান তিনি।  আমরা সবাই তাকে ‘কোয়েল’ নামেই চিনি , তবে অনেকেই জানেন না যে তার জন্মের সময় নাম ছিল রুক্মিণী মল্লিক।  তাছাড়া বাঙালি মেয়েদের মতোই তার আরও অনেক ডাকনামও রয়েছে , যা অনেকের কাছে অজানা।

অভিনেত্রী কোয়েল মল্লিক যে একসময় স্কুল জীবনে রীতিমতো সাদামাটা একজন মেয়ে ছিলেন , তার জীবনের এক অদ্ভুত ঘটনাই তা প্রমাণ করে।  গণমাধ্যমে এক সাক্ষাৎকারে কোয়েল নিজেই জানিয়েছিলেন, তার প্রথম প্রেমের প্রস্তাব তারই গৃহশিক্ষকের কাছ থেকে এসেছিল।  তখন ক্লাস সেভেনে পড়তেন তিনি ।  তিনি সায়েন্সের শিক্ষক ছিলেন , যিনি কলেজ পাশ করে সদ্য চাকরি খুঁজছিলেন।  পরে একদিন বাড়িতে পড়াতে এসে কোয়েলকে প্রেম নিবেদন করেন সেই শিক্ষক।  

কোয়েল বলেছিলেন , তাকে যখন সেই শিক্ষক প্রেমের প্রস্তাব দেন , তখন সে কিছুই বুঝতে পারিনি।  এরপর প্রতিদিন সে পড়া শেষ করে তার সঙ্গেই নিচে নামতেন , কিন্তু সেদিন আর সাহস করেনি তিনি। পরে যখন শিক্ষক তাকে পড়িয়ে চলে যান এরপর মাকে যেয়ে সব জানায় সে।  তার মা দীপা মল্লিক পরে সেই শিক্ষককে আর পড়াতে পাঠাননি।  তবে এ বিষয়ে বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে তার কখনো আলোচনা হয়নি , তবে তার মা হয়তো কিছু বলেছেন।

শুধু ব্যক্তিগত জীবন নয় কোয়েল মল্লিক তার অভিনয় জীবনেও একাধিক সফল চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন।  বাংলা চলচ্চিত্রে 'হিরো ৪২০', 'রাজকাহিনী', 'বাবা বেবি ও' সহ একাধিক হিট সিনেমায় তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।  ২০০৩ সালে ‘নতুন করে ভালোবাসা’ চলচ্চিত্র দিয়ে তার পথচলা শুরু হলেও তিনি যেভাবে নিজের নাম ছড়িয়ে দিয়েছেন তা এক কথায় অনুপ্রেরণাদায়ক।

কোয়েল মল্লিক এখনও তার অভিনয় জীবনে সমানভাবেই জনপ্রিয় এবং ভবিষ্যতে আরও একাধিক সফল প্রজেক্টে দর্শকদের সামনে আসবেন বলে আশাবাদী।  ভক্তরা তার নতুন কাজের জন্য প্রতীক্ষা করছে কারণ কোয়েল নিজের অভিনয়ের মাধ্যমে সবসময়ই দর্শকদের নজর কাড়েন।

এসকে//  

 

এ সম্পর্কিত আরও পড়ুন কোয়েল মল্লিক | প্রেম প্রস্তাব