দীপিকা পাড়ুকোনের সৌন্দর্যে চিরদিনই মুগ্ধ ভক্তরা। মাত্র ১৯ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। তারপর থেকেই বলিউডে রাজ করছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই প্রেম প্রস্তাবও কম পাননি দীপিকা। তবে জানেন কি সঞ্জয় দত্ত একবার দীপিকাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শুধুমাত্র বয়সও কি তবে বাধা হয়ে দাঁড়িয়েছিল?
সম্প্রতি, বলিপাড়ার সেই বিতর্কিত সুপারস্টারই দীপিকা পাড়ুকোনকে স্ত্রী হিসেবে পাওয়ার ইচ্ছেপ্রকাশ করেন এক সাক্ষাৎকারে। সঞ্জয় দত্তকে প্রশ্ন ছোড়া হয়েছিল, ‘খল নায়ক’ ছবির ‘চোলি কে পিছে’ গানে মাধুরীর পরিবর্তে কাকে দেখতে চান? তার উত্তরেই বলিপাড়ার অন্য নায়িকাদের থেকে দীপিকাকে এগিয়ে রাখেন তিনি। অভিনেত্রীর সৌন্দর্যের বর্ণনা দিয়ে সঞ্জয় দত্ত বলেন, “আমার বয়স আরেকটু কম হলে দীপিকাই আমার চতুর্থ স্ত্রী হতেন।” যদিও সঞ্জুবাবার এহেন ‘রসিক’ উত্তর নেটপাড়ার একাংশ মোটেই ভালো চেখে দেখেননি। অতঃপর অভিনেতার তীব্র নিন্দা করেছেন তাঁরা প্রকাশ্যেই। কারও মন্তব্য, ‘এরকমভাবে প্রকাশ্যে বলার স্পর্ধা দেখে হতবাক হচ্ছি! জনসমক্ষে যদি এভাবে কথা বলে তাহলে ব্যক্তিগতস্তরে এরা কী করে, সেটা ভেবেই অবাক হচ্ছি।’ কারও মন্তব্য, ‘এটা কীধরণের মন্তব্য! শুনে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল।’ কেউ বা আবার সঞ্জয় দত্তকে ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করলেন।
প্রসঙ্গত, সঞ্জয় দত্তের প্রথম বিয়ে হয় ১৯৮৭ সালে রিচা শর্মার সঙ্গে। সেই সময় তিনি মাধুরী দীক্ষিতের সঙ্গেও ডেটিং করতে থাকেন। তবে সঞ্জয় সেই সময় বিবাহিত ছিলেন। যে কারণে মাধুরী তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। এরপর সঞ্জয় ও রিচার মধ্যেও খানিক দূরত্ব তৈরি হয়। রিচার ব্রেন টিউমার ছিল। কয়েক বছরের মধ্যে তিনি মারা যান।
সঞ্জয় ও রিচার একটি কন্যা সন্তান রয়েছে। এরপর সঞ্জয় ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেন। কিন্তু, এই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। ২০০৮ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর মান্যতা দত্তের সঙ্গে পরিচয় ও বিয়ে। শাহরান দত্ত এবং ইকরা দত্ত তার দুই সন্তান। তবে এত সহজে যে দীপিকাকে বিয়ের কথা বলতে পারেন দীপিকা, এ কথা ভাবতেও পারেননি কেউ।
জেএইচ