দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে দিল্লিতে সম্পন্ন হলো শিল্পপতি সঞ্জয় কাপুরের শেষকৃত্য। ১২ জুন তার আকস্মিক মৃত্যু হলেও বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে তাকে শেষবিদায় জানানো হয়।
বাবার মরদেহ দেখে আবেগ ধরে রাখতে পারেনি মাত্র ১৩ বছর বয়সী কিয়ান। চোখের জল আর কান্নায় ভেঙে পড়ে সে। মা কারিশমা কাপুর আর খালা কারিনা কাপুর খানের হাত ধরে তাকে সান্ত্বনা দিতে দেখা যায়। পাশেই ছিলেন সাইফ আলি খান।

সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই তার সাবেক স্ত্রী কারিশমা, কিয়ান ও মেয়ে সামাইরা নিজেদের লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন। অবশেষে বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে প্রথমবারের মতো তাদের দেখা যায়, যেখানে তারা শেষকৃত্যের জন্য রওনা দেন।

সাদা পোশাকে চোখে সানগ্লাস পরা কারিনা ছিলেন বোন কারিশমার পাশে, সার্বক্ষণিক সঙ্গ দিয়েছেন সাইফও।
কিয়ান যখন বাবার ফুলে মোড়া মরদেহের সামনে কান্নায় ভেঙে পড়ে, তখন কারিনা দুই হাতে তাকে জড়িয়ে রাখেন। যদিও সামাইরা চুপচাপ থাকলেও ভাইয়ের আবেগ সামলানো তার জন্যও সহজ ছিল না।

২০১৬ সালে সঞ্জয় কাপুর ও কারিশমার বিবাহবিচ্ছেদ হলেও সন্তানদের জন্য সঞ্জয় সবসময় দায়িত্বশীল ছিলেন। তাদের ভবিষ্যৎ নিরাপদ করতে তিনি ১৪ কোটি টাকার বন্ড কিনে রেখেছিলেন। বিচ্ছেদের পরও কারিশমার সঙ্গে তার সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ।
এমএ//