ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীকে হত্যার হুমকি দিয়েছে ইসরাইল। তেল আবিবের এই হুমকিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, খামেনীকে গুপ্তহত্যা করা হলে তা মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়িয়ে দিবে। এর মাধ্যমে ইরানে সরকার পরিবর্তন পুরোপুরি অগ্রহণযোগ্য হবে।
তিনি সতর্ক করে আরও বলেন, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত। এই মুহুর্তে সংঘাত বাড়লে তা পুরো অঞ্চলকেই আরও অস্থিতিশীল করে তুলবে। খামেনীকে হত্যার চেষ্টা করা হলে ইরানের ভেতর থেকেই একটা কড়া প্রতিক্রিয়া আসবে। পাশাপাশি উগ্রবাদী চিন্তাভাবনাকে উসকে দিবে।
উল্লেখ্য, তেহরান-তেল আবিবের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীকে স্বৈরশাসক অভিহিত করে হত্যার হুমকি দেয় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।
এনএস/