জাতীয়

সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

সরকারি চাকরি অধ্যাদেশ (সংশোধিত) ২০২৫ বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বলেন,  ১৫ শতাংশ সুবিধা ভাতা প্রত্যাহার করতে হবে। কারণ এই ভাতা কার্যকর হওয়ার ফলে তাদের বর্তমান ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে যা তাদের জন্য একটি ক্ষতির কারণ হবে। তারা এই সুবিধা বহাল রাখার পাশাপাশি, নতুন করে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানেরও দাবি জানান

এসময় দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচিতে সচিবালয় ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশ নিয়েছেন

প্রসঙ্গত,  গত ২৫ মে  ‌‌‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫জারি করে সরকার।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সরকারি #বিক্ষোভ