ইসরাইলের বিরসেবা শহরে মাইক্রোসফটের কার্যালয়ের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ হয়েছে। এসমউ মাইক্রোসফট অফিসের একদম কাছ আগুন জ্বলতে দেখা যায়। এছাড়া আশেপাশের আবাসিক ভবনগুলোতেও ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২০ জুন) ইসরাইলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, ইসরাইলের গাভ–ইয়াম টেকনোলজি পার্ক লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে সোরোকা হাসপাতালে ইরান হামলা চালিয়েছিলো। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতাল নয়, ইসরাইলের সামরিক ও গোয়েন্দা কার্যালয় তাঁদের হামলার লক্ষ্যবস্তু ছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার জানিয়েছে, গাভ–ইয়াম পার্কে রোবোটিকস ও তথ্যবিজ্ঞান নিয়ে গবেষণা হয়। বেন গুরিয়ন ইউনিভার্সিটির ওয়েবসাইট অনুসারে, এটি ইসরাইলি সেনাবাহিনীর সি৪আই শাখার ক্যাম্পাসের কাছে।
এমএ//