দেশজুড়ে

চালকের আসনে হেলপার, বাস উলটে নিহত এক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে খাদে উলটে পড়েছে একটি বাস। এসময় আয়নাল হোসেন (৬০)নামের এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। নিহত আয়নাল হোসেন সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর এলাকার বাসিন্দা। 

শুক্রবার (২১ জুন) সকালে কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 পুলিশ জানায়, বাসটি সোনামুখী থেকে ঢাকা, হেমায়েতপুর-কোনাবাড়ী রুটে চলাচল করছিল।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের বরাতে জানা যায়, দুর্ঘটনার সময় বাসের চালকের আসনে ছিলেন হেলপার। তার অদক্ষ চালনার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বাসটি উদ্ধার করে এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #সোনামুখী #বাস দুর্ঘটনা #সড়ক দুর্ঘটনা