খেলাধুলা

গল টেস্ট

দশ রান লিড পেয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

'স্পিনার নাঈম হাসান একাই শিকার করেছেন ৫ উইকেট'

স্পোর্টস ডেস্ক

ছবি: অ্যাসোসিয়েট প্রেস

গল টেস্টের প্রথম ইনিংসে ৪৮৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। স্পিনার নাঈম হাসান একাই নিয়েছেন ৫ উইকেট। লঙ্কানরা আজ চতুর্থ দিন শুরু করেছিল ৩৬৮ রানে ৪ উইকেট দিয়ে। মধ্যাহ্ন বিরতির আগে ২ উইকেট এবং বিরতির পর বাকি ৪ উইকেট পতন হলে ১০ রানের লিড পায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে সফরকারীরা।

কামিন্দু মেন্ডিস ও মিলান রাথানায়েকের জুটি বাংলাদেশের জন্য ভয়ংকর হয়ে উঠছিল। যদিও লঙ্কানরা তখন ৬ উইকেট হারিয়ে বসেছিল। হাসান মাহমুদের শিকার হয়ে মিলান ফিরেছেন ৩৯ রানে। তখন দলের রান ৪৭০, হাতে তখনো ৩ উইকেট।

পরবর্তী ৩ উইকেট নিয়েছেন নাঈম। আগের দুই আর পরের তিন মিলে ৫ উইকেট শিকার করেন তিনি। নাঈমের শিকার হয়ে দারুণ ব্যাট করতে থাকা কামিন্দু ফিরেছেন ৮৭ রানে। পরের ব্যাটারদের মধ্যে থারিন্দু রাথানায়েকে ও আসিথা ফার্নান্দো নাঈমের ডেলিভারিতে বোল্ড হয়েছেন। কেবলমাত্র অপরাজিত ছিলেন প্রবাথ জয়াসুরিয়া, ১১ রানে।

নাঈমের পাঁচ উইকেট ছাড়াও হাসান মাহমুদ ৩ টি, তাইজুল ইসলাম ও মুমিনুল হক ১ টি করে উইকেট নিয়েছেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #শ্রীলঙ্কা #বাংলাদেশ