জাতীয়

গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জাতীয় ঐকমত্য জরুরি: আলী রীয়াজ

বায়ান্ন প্রতিবেদন

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমেই একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, মানুষের ঐক্যের মধ্য দিয়েই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে রূপান্তর করতে হবে। রাজপথে এবং দৈনন্দিন চর্চায় গণতন্ত্রের চেতনাকে জাগ্রত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সোমবার (২৮ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠকে এসব কথা বলেন ড. রীয়াজ।

তিনি জানান, ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে এবং এ লক্ষ্যে একটি জাতীয় সনদ প্রণয়ন করা প্রয়োজন।

বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বিগত শাসনামলে দেশের মানুষ নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমানিত হয়েছে। ভবিষ্যতে যেন আর কোনো সরকার দেশের মানুষকে এমন দুঃশাসনের শিকার করতে না পারে, সে জন্য দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নূর আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে প্রস্তাবিত সংস্কারগুলো যেকোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সর্বসম্মতভাবে নির্ধারিত সংস্কারগুলো অবশ্যই অন্তর্বর্তী সরকারের অধীনে বাস্তবায়ন করতে হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন ড. আলী রীয়াজ | জাতীয় ঐকমত্য কমিশন