বিনোদন

ছবিতে ঐশ্বরিয়াকে বদলে রানী মুখার্জি,কেন জানালেন পরিচালক আজিজ মির্জা

বায়ান্ন প্রতিবেদন

বলিউডের রোমান্টিক ক্লাসিকগুলোর তালিকায় এক বিশেষ জায়গা ধরে রেখেছে শাহরুখ খান ও রানী মুখার্জি অভিনীত ‘চলতে চলতে’।  ২০০৩ সালে মুক্তি পাওয়া এই ছবি দর্শকদের মনে আজও জায়গা করে রেখেছে রাজ-প্রিয়ার সম্পর্কের টানাপোড়েন।  ছবিটি ছিল আবেগ আর প্রেমের গল্প নিয়ে।  কিন্তু কি জানেন এই ছবির প্রিয়া চরিত্রের জন্য শুরুতে রানী মুখার্জি নয় , ভাবা হয়েছিল ঐশ্বরিয়া রাই বচ্চনকে?

সম্প্রতি রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবির পরিচালক আজিজ মির্জা জানান, যা নস্টালজিয়ায় ভরা বলিউডপ্রেমীদের জন্য এক চমকপ্রদ খবরই বটে।

পরিচালকের কথায় , সিনেমার প্রাথমিক পরিকল্পনায় প্রিয়া চরিত্রের জন্য প্রথম পছন্দ ঐশ্বরিয়া রাই বচ্চন ছিলেন ।  এমনকি তার সঙ্গে একদিনের শুটিংও হয়। 

তিনি বলেন , আমি জানি না কেন এমনটা হয়েছিল।  তবে হ্যাঁ , আমরা শুটিং শুরু করেছিলাম।  একটা গানের কিছু অংশও শুট হয়েছিল ‘প্রেম নগরিয়া কী’।  একদিনই শুট হয়েছিল তারপর আর এগোয়নি।  এরপরই রানী ছবিতে আসে।

রানীর আগমনের পর ছবির দৃশ্যে গতি ও আবেগ বদলে যায়।  পরিচালক নিজেই স্বীকার করেছেন , রানী ছবিটিতে অসাধারণ কাজ করেছিলেন যা প্রিয়া চরিত্রকে নতুন প্রাণ দিয়েছিলেন।

আজিজ মির্জা বাদ পড়ার স্পষ্ট কারণ না বললেও বলিউডের অন্দরমহলে দীর্ঘদিন ধরেই ঐশ্বরিয়া ও সালমান খানের তিক্ত সম্পর্ক গুঞ্জন ছিল হঠাৎ পরিবর্তনের পেছনে মূল কারণ।  সেই সময় সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক ভাঙনের দিকে এবং তার প্রতিক্রিয়ায় বেশ কয়েকটি বড় বাজেটের ছবি থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া। 

সিমি গারেওয়ালের এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অভিনেত্রী নিজেও একবার মুখ খুলেছিলেন ।  ঐশ্বরিয়া বলেছিলেন , তাকে একাধিক ছবির প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।  কিন্তু আসলে কেন সে উত্তর কেউ কখনও দেয়নি তাকে। 

যদিও ‘চলতে চলতে’ ছবিতে একসঙ্গে কাজ হয়নি পরে ২০০২ সালে ‘দেবদাস’এ ঐশ্বরিয়া ও শাহরুখ একসঙ্গে অভিনয় করেন।  সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় সেই ছবিও হয় বলিউডের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

তারপর অনেক বছর পর ২০১৬ সালে কারণ জোহরের ‌‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ফের একসঙ্গে এই দুই তারকা স্ক্রিন শেয়ার করেন ।

বর্তমানে ঐশ্বরিয়া রাই বচ্চনকে মণি রত্নমের ঐতিহাসিক ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’ এ দেখা গেছে , যেখানে তার অভিনয় আবারও দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে।

২০০৩ সালে মুক্তি পাওয়া ‌‘চলতে চলতে’ শাহরুখ-রানী জুটির জন্য মাইলফলক হয়ে ওঠে।  প্রেম , বিচ্ছেদ , ভুল বোঝাবুঝি ও পুনর্মিলনের আবেগময় গল্পটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলে।  রানীর অনবদ্য পারফরম্যান্স এবং শাহরুখের অনবদ্য উপস্থিতি ছবিটিকে বক্স অফিসে সফল করে তোলে।

 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বলিউড #শাহরুখ খান ও রানী মুখার্জি