খেলাধুলা

পাপনের বিরুদ্ধে অভিযোগে বিসিবিতে দুদকের চিঠি

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে বিসিবিতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জানা যায়, পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, বিদেশী কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরণের নথি তলব করেছে বোর্ড।

বিসিবির দায়িত্ব লম্বা সময় ধরে পালন করেছেন নাজমুল হাসান। বাংলাদেশ ক্রিকেটের প্রায় প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করতেন তিনি, এমন আলোচনা ছিল সবসময়। এবার দুদকের পক্ষ থেকে এসব নিয়ে উদ্যোগ নেওয়া হলো।  

মূলত, পূর্বাচলে স্টেডিয়ামে নির্মাণ, বিপিএলের খরচ, বিদেশি কোচ নিয়োগে খরচ, আইসিসির মেগা আসরের খরচসহ ২৭ ধরনের নথি তলব করেছে দুদক।

বিসিবিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে এই ২৭ নথি প্রদান করতে বলা হয়েছ।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বিসিবি | নাজমুল হাসান পাপন | দুদক