নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার আমাদের প্রয়োজন আছে। ১০ শতাংশ ভোটারদের মতামতবিহীন ভোট, কিছুটা খণ্ডিত মতামত। আমাদের লক্ষ্য, প্রবাসী ভোটারদের ভোটিং সিস্টেমে অন্তর্ভুক্ত করা, যাতে একটি পূর্ণাঙ্গ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে আয়োজিত এক সেমিনারের এ কথা বলেন তিনি।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বিশ্বের ১৭৮টি দেশের মধ্যে ১১৫টি দেশে প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও বাংলাদেশ এখন পর্যন্ত তাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা শুধুমাত্র জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে এবং কিছু দেশে প্রবাসী ভোটাররা দেশের স্থানীয় ভোটারদের তুলনায় বেশি ভোট দেয়।
এসময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসীরা ভোটাধিকার থেকে বঞ্চিত থাকলে তা ভোটের কাস্ট হারে প্রভাব ফেলতে পারে। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। আমরা চাই এই নির্বাচনে প্রবাসীদেরও অংশগ্রহণ নিশ্চিত করা হোক।
প্রসঙ্গত, সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, যারা প্রবাসী ভোটারদের ভোটাধিকার সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
এসকে//