আইন-বিচার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি

শেখ রেহানার স্বামী, দেবরসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ঘিরে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ও শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারিক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন প্রচ্ছায়া লিমিটেডের ৮ পরিচালকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শফিক আহমেদ সিদ্দিক, শেখ রেহানার  দেবর তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং তাদের সন্তান বুশরা সিদ্দিক ও নওরিন তাসমিয়া সিদ্দিক। এছাড়া সেনাবাহিনী থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান, তার স্ত্রী ফারজানা আনজুম এবং তাদের দুই মেয়ে শেহতাজ মুন্নাসী খান ও পারিজা পাইনাজ খান।

দুদকের আবেদনে জানানো হয়, ‘প্রচ্ছায়া লিমিটেড’ নামের একটি কোম্পানির মাধ্যমে রূপপুর প্রকল্পে প্রায় ৫৯ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের অনুসন্ধানে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত চলাকালীন বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তারা দেশ ত্যাগ করলে তদন্তে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ এবং তথ্যপ্রমাণের কাজ বাধাগ্রস্ত হতে পারে। তাই তদন্তের স্বার্থে এবং গুরুত্বপূর্ণ প্রমাণ রক্ষায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি হয়ে পড়ে।

এই নিষেধাজ্ঞা কার্যকর করতে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে নির্দেশনা দেওয়ার জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করে দুদক। আদালত সেই আবেদনই মঞ্জুর করেছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন রূপপুর