খেলাধুলা

মোহামেডানকে হারিয়ে ডিপিএলের ২৪তম শিরোপা আবাহনীর

স্পোর্টস ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগে আবারও (ডিপিএল) শিরোপা জিতলো আবাহনী। মঙ্গলবার (২৯ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এখন পর্যন্ত ২৪ বার চ্যাম্পিয়ন হয়ে আকাশী-নীল দল শিরোপা উঁচিয়ে ধরলো।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে আবাহনী, মোহামেডান সংগ্রহ করে ২৪০ রান। এই রান ৪০ ওভার ৪ ওভারেই জিতে যায় আবাহনী। এই রান তাড়া করতে গিয়ে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত দারুণ ব্যাট করেন। তিনি অপরাজিত ছিলেন ৭৮ রানে। পঞ্চম জুটিতে তার সঙ্গী ছিলেন মোহাম্মদ মিঠুন, তাদের দুজনের জুটি ছিল ১৩৫ রানের। মিঠুন অপরাজিত ছিলেন ৭৮ রানে।

যে দল জিতবে, তারাই তুলে ধরবে ডিপিএলের শিরোপা। এমন এক ম্যাচে মোহামেডান শুরুতে ভালোই ব্যাট করেছিল। ওপেনার রনি তালুকদার ও তৌফিক খান স্কোরবোর্ডে ৫০ রান যোগ করেন। অধিনায়কের দায়িত্ব পালন করা রনি ফিরেছেন ৪৫ রানে। অভিজ্ঞ ব্যাটার ফরহাদ হোসেন ৪২ রান করেন। মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম দুজনে মিলে গড়েন ৯০ রানের জুটি, তারা ব্যক্তিগত অর্ধশতকও লাভ করেন। সবমিলিয়ে ২৪০ রানের সংগ্রহ তুলতে সক্ষম হয় তারা।

ব্যাট করতে নেমে আবাহনীর দলীয় ওপেনার পারভেজ হোসেন ইমন ফেরেন ২৮ রানে। আরেক ওপেনার জিসান আলম করেন ৫৫ রান। এরপর মোসাদ্দেক সৈকত মিঠুনের জুটিতেই জয় নিশ্চিত হয়ে যায় আবাহনীর।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)