পাকিস্তানের সব বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর গেলো বুধবার রাতে ইসলামাবাদের বিরুদ্ধে নতুন করে এই পদক্ষেপ নিলো নয়া দিল্লি।
ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
বুধবার ভারত সরকারের জারি করা ‘নোটিস টু এয়ার মিশনে বলা হয়েছে, ‘পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে।
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাকিস্তানের বিমানগুলো এতদিন ভারতের আকাশসীমা এড়িয়েই চলছিল। তবে ভারত বুধবার আনুষ্ঠানিকভাবে তাতে নিষেধাজ্ঞা আরোপ করল।
মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, ফিজি, সামোয়া, নাউরুসহ ওশেনিয়ার দেশগুলোতে যেতে ভারতের উপর দিয়ে যাতায়াত করে থাকে পাকিস্তানি বিমানগুলো। এখন ভারতের আকাশ বন্ধ হওয়ায় ইসলামাবাদকে বেশ সমস্যায় পড়তে হবে। কারণ পাকিস্তানি বিমানগুলোকে স্বাভাবিকের চেয়ে অনেকটা ঘুরে গন্তব্যে পৌঁছতে হবে। এতে যাত্রাপথ দীর্ঘ হওয়ার পাশাপাশি বিমানে জ্বালানি ও সময় আগের চেয়ে বেশি লাগবে। ফলে বিমান টিকেটের দামও বাড়তে পারে।
একই সমস্যায় পড়েছে ভারতও। পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ভারতের অনেক বিমানকেও একই সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এমআর//