দেশজুড়ে

দুই মাস নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমেছেন জেলেরা

চাঁদপুর প্রতিনিধি

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় মাছ আহরণে নেমেছেন জেলেরা। ধার দেনা ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ইতিমধ্যে নৌকা ও জাল মেরামতের কাজ শেষ করেছে তারা। নদীতে কাঙ্খিত ইলিশের দেখা মিললে ঋণের বোঝা কমবে বলে প্রত্যাশা তাদের।

বৃহস্পতিবার (১ মে) রাত ১২ টা ১ মিনিটে এ নিষেধাজ্ঞা শেষ হয়।

দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে হাইমচর উপজেলার চরভৈরবি পর্যন্ত পদ্মা মেঘনার ৭০ কিলোমিটার এলাকাতে মাছ ধরায় ছিল নিষেধাজ্ঞা। এসময় জেলেদের সরকারিভাবে দেয়া হয়েছে খাদ্য সহায়তা।

এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, চলতি বছর অভয় আশ্রম বাস্তবায়ন হয়েছে সফলভাবেইতিমধ্যে জাটকা ইলিশ ফিরে গেছে সাগরে। ইলিশের জাতীয় উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে জানান এ কর্মকর্তা।

এবছর জাটকা রক্ষা কার্যক্রমে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৩ শতাধিক জেলেকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ও সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ১০ লক্ষ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে জেলা মৎস্য বিভাগ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন নিষেধাজ্ঞা